টাঙ্গাইলে দুই মেয়র প্রার্থীর বিরুদ্ধে ৫৩ মামলা

Sunday, January 9, 2011

টাঙ্গাইল পৌরসভায় দুই মেয়র প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন সময় ৫৩টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা, সন্ত্রাস, বিস্ফোরক ও মারামারির মামলাও রয়েছে। অতীতে দায়ের হওয়া ফৌজদারি মামলায় অব্যাহতি এবং বিচারে খালাস দেওয়া হয়েছে।

দু'জন প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সহিদুর রহমান খান মুক্তির বিরুদ্ধে। অতীতে হত্যা, সন্ত্রাস সৃষ্টিসহ বিভিন্ন সময় তাঁর বিরুদ্ধে ৩৬টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে টাঙ্গাইল থানায় ৩১টি এবং ঢাকার তেজগাঁও থানায় একটি। এর সব মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন। বর্তমানে সহিদুর রহমান খান মুক্তি চারটি ফৌজদারি মামলায় অভিযুক্ত আছেন। এর প্রথম তিনটিই হত্যা মামলা। এই চারটি মামলার দুটি বিচারাধীন এবং দুটি হাইকোর্ট কর্তৃক স্থগিত রয়েছে।
অপর মেয়র প্রার্থী জামিলুর রহমান মিরনের বিরুদ্ধে মামলা হয়েছে ১৭টি। টাঙ্গাইল থানায় দায়ের করা ১০টি মামলায় তিনি বিচারের মাধ্যমে খালাস পান। বর্তমানে তাঁর বিরুদ্ধে হত্যাসহ সাতটি মামলা রয়েছে। এর মধ্যে একটি হাইকোর্ট কর্তৃক স্থগিত এবং বাকি ছয়টি বিচারাধীন।
 
Support : Dhumketo ধূমকেতু | NewsCtg.Com | KUTUBDIA @ কুতুবদিয়া | eBlog
Copyright © 2013. Edu2News - All Rights Reserved
Template Created by Nejam Kutubi Published by Darianagar Publications
Proudly powered by Dhumketo ধূমকেতু