ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

Tuesday, January 4, 2011

প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে রাজশাহীর পুঠিয়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ ১৫ জন আহত হয়েছে। তাদেরকে উপজেলা স্বাস্খ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে মহাসড়কে দুই পক্ষ অবস্খান নেয়ায় দেড় ঘন্টা রাজশাহী-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ছাত্রলীগের এক পক্ষের নেতাকর্মীরা পদ্মা এক্সপ্রেস নামে একটি বাস ভাংচুর করে। সড়কের উপর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্খলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মানিকগঞ্জে ছাত্রদল-পুলিশ সংঘর্ষে আহত ২০

Saturday, January 1, 2011

মানিকগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে শনিবার পুলিশের সাথে সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ২০ আহত হয়েছে। এ ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুর ১টার দিকে মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবন এলাকা থেকে ছাত্রদলের একটি র‌্যালী বের হয়। র‌্যালিটি জেলা বিএনপি কার্যালয়ের সামনে যাওয়ার পর পুলিশ এতে বাধা দেয়।
এ সময় পুলিশ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে র‌্যালিটি ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষুব্ধ বিএনপি কর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়লে সংর্ঘষ বাধে। আধাঘন্টা ধরে চলা এ সংঘর্ষের সময় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ব্যাংকসহ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।

বড়পুকুরিয়া খনি এলাকায় আবার সংঘর্ষ

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় ক্ষতিগ্রস্তদের দুই পক্ষে আবার সংঘর্ষ হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে ভূমি ও সম্পদ রক্ষা কমিটি এবং জীবন ও সম্পদ রক্ষা কমিটির সদস্যদের মধ্যে সংঘর্ষ বাঁধলে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষের সময় দুটি মটর সাইকেল ভাংচুর হয় বলে স্খানীয়রা জানায়।
পার্বতীপুর থানার ওসি নুরুজ্জামান সাংবাদিকদের বলেন, দুপুরে পার্বতীপুর বাজারে সংঘর্ষ বাঁধার উপক্রম হলে কাঁদানে গ্যাস ছুড়ে দুই পক্ষকে হটিয়ে দেয়া হয়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বড়পুকুরিয়া খনি এলাকার ক্ষতিগ্রস্তদের ওই দুই সংগঠনের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১১ জন আহত হয়। এরপর থেকে ওই এলাকায় নিরাপত্তা জোরদার রয়েছে। মোতায়েন রয়েছে দাঙ্গা পুলিশ।
পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার জমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য সরকার সম্প্রতি একটি প্যাকেজ ঘোষণা করে। জীবন ও সম্পদ রক্ষা কমিটি সরকারের এ প্যাকেজ মেনে নিলেও ভূমি ও সম্পদ রক্ষা কমিটি তা প্রত্যাখ্যান করেছে। এ নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্খান নেয়।
শুক্রবার সংঘর্ষের জন্য দুই পক্ষ পরস্পরকে দায়ী করেছে।
 
Support : Dhumketo ধূমকেতু | NewsCtg.Com | KUTUBDIA @ কুতুবদিয়া | eBlog
Copyright © 2013. Edu2News - All Rights Reserved
Template Created by Nejam Kutubi Published by Darianagar Publications
Proudly powered by Dhumketo ধূমকেতু