Home » , , , » পরমাণু চুক্তি বাস্তবায়ন শুরু করেছে ইরান

পরমাণু চুক্তি বাস্তবায়ন শুরু করেছে ইরান

Written By Unknown on Tuesday, January 21, 2014 | 1:31 AM

ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া কমিয়েছে। বিশ্বের ৬টি শক্তিধর রাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তির অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে ইরান।
জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার (আইএইএ) এক প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত তরলীকরণ করা শুরু করেছে ইরান। ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক বোমা হিসেবে ব্যবহারযোগ্য। আইএইএ’র সদস্যরাষ্ট্রগুলোর কাছে পাঠানো ওই প্রতিবেদনে তারা নিশ্চিত করেছে যে, ২০শে জানুয়ারি-২০১৪ থেকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। নাতাঞ্জ-এ অবস্থিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্লান্টে এ প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন ইরানের আনবিক শক্তি সংস্থার উপ-প্রধান বেহরুজ কামালভান্দি। সরকারি টিভি চ্যানেলে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, জাতিসংঘের আইএইএ পর্যবেক্ষক দল ফোর্দো প্লান্ট পরিদর্শনে যাবেন। ৬ বিশ্বশক্তির (যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বৃটেন, জার্মানি, চীন ও রাশিয়া) সঙ্গে ইরানের ঐতিহাসিক চুক্তির গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আইএইএ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। এগুলো হলো, ৬ মাস চুক্তিকালীন সময়ের মধ্যে ইরান নতুন করে কোন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্লান্ট তৈরি করতে পারবে না। ৫ শতাংশের ঊর্ধ্বে ইউরেনিয়াম পরিশুদ্ধকরণ বন্ধ করতে হবে এবং ২০ শতাংশ সমৃদ্ধকৃত ইউরেনিয়াম নিষ্ক্রিয় করতে হবে। এর পরিবর্তে ইরানের ওপর নতুন করে পরমাণু সংক্রান্ত কোন নিষেধাজ্ঞা আরোপ না করাসহ ব্যবসা-বাণিজ্যে আরোপিত নিষেধাজ্ঞার কিছু কিছু প্রত্যাহার করে নিতে সম্মত হয়েছে শক্তিধর রাষ্ট্রগুলো।

0 comments:

Post a Comment

 
Support : Dhumketo ধূমকেতু | NewsCtg.Com | KUTUBDIA @ কুতুবদিয়া | eBlog
Copyright © 2013. Edu2News - All Rights Reserved
Template Created by Nejam Kutubi Published by Darianagar Publications
Proudly powered by Dhumketo ধূমকেতু