কুইক ম্যাথ (২য় পর্ব) ।। সারোয়ার সোহেন

Saturday, July 16, 2011

নিলয়, আমার ভাগিনা। বরাবরের মতই এসে আমার সামনে খাতা আর কলম ফেলে বললো-

নিলয় : “মামা আজ আরেকটা গণিতের কৌশল শিখিয়ে দাও।”

আমি : “আমি কি অংকের মাস্টার নাকি যে আমার কাছে অংকের কৌশলের গোডাউন থাকবে?” (আমি ভ্রু কুচকে বললাম।)

নিলয় : “অংকের স্যাররা শিখায় অংকের নিয়ম, আর তোমার কাছে শিখতে চাইছি অংকের মজার কোনো কৌশল, দুটো কি এক হলো নাকি?” নিলয় জবাব দিলো।

আমি : “ঠিক আছে কি শিখতে চাও বলো।”

নিলয় : সেদিনতো বর্গের কৌশল দেখিয়েছিলে আজও আরো কিছু বর্গের কৌশলই দেখিয়ে দাও।

আমি : ঠিক আছে। আজ আমরা দেখব কি করে ১ দিয়ে শুরু হওয়া দুই অংকের সংখ্যাগুলির বর্গ নির্নয় করা যায়। মোট তিনটি ধাপ মনে রাখলেই ১ দিয়ে শুরু হওয়া যেকোনো দুই অংকের সংখ্যার বর্গ করে ফেলা সম্ভব। দেখ-

প্রথমেই ১ দিয়ে শুরু হওয়া দুই অংকের একটি সংখ্যা নও।
যেমন- ১৭

১ম ধাপঃ উত্তরের শেষ অংক নির্নয়।
দ্বিতীয় অংকটির বর্গকরে তার শেষ অংকটি লিখে প্রথম অংকটি হাতে রেখে দাও।
যেমন- ৭^২ = ৪৯।
অতএব শেষ অংক _ _ ৯। (হাতে রইলো ৪)

২য় ধাপঃ উত্তরের মাঝের অংক নির্নয়।
দ্বিতীয় অংকটিকে আবার ২ দিয়ে গুণ করে হাতে থাকা সংখ্যাটি যোগ করে তার শেষ অংকটি লিখে প্রথম অংকটি হাতে রেখে দাও।
যেমন- ৭×২ = (১৪+ হাতের ৪) = ১৮।
অতএব মাঝের অংক _ ৮ _। (হাতে রইলো ১)

৩য় ধাপঃ উত্তরের প্রথম অংক নির্নয়।
এবার প্রথম অংক ১ এর সাথে হাতে থাকা অংকটি যোগ করে লিখে দাও।
যেমন- (১ + হাতের ১) = ২।
অতএব প্রথম অংক ২ _ _।
তাহলে ১৭ এর বর্গ পাচ্ছি আমরা ২৮৯।
বিশ্বাস না হলে ক্যালকুলেটার টিপে দেখতে পার।

নিলয় ক্যালকুলেটার টিপে দেখে সত্যিই ১৭ এর বর্গ হচ্ছে ২৮৯। বন্ধুরা নিলয়ের মতো তোমরাও ১ দিয়ে শুরু হওয়া যেকোনো দুই অংকের সংখ্যার বর্গ এভাবে বের করতে পারবে। অর্থাৎ এই নিয়মে ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ এই দশটি সংখ্যার বর্গ বের করা সম্ভব। 


১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ = ১০০ ।। সারোয়ার সোহেন

Saturday, April 30, 2011

১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলিকে একবার মাত্র ব্যবহার করে ১০০ তৈরি করার চেষ্ঠা করেনি এমন লোক খুঁজে পাওয়া ভার। যারা চেষ্টা করে সমাধান পেয়েছেন তাদের অভিনন্দন আর যারা পাননি তারা একবার চোখবুলাতে পারেন আমার এই টপিকটিতে।
উপরের সমীকরণে ১ থেকে ৯ পর্যন্ত অংকগুলির মাঝে যেকোনো স্থানে যেকোনো গাণিতিক চিহ্ন বসিয়ে সমাধান করতে হবে, চাইলে একাধিক অংক একসাথে নিয়ে কাজ করা যাবে। কিন্তু কোনো রকম ভাবেই ক্রমানুসার ভাঙ্গা যাবেনা। বলতে পারেন এভাবে কতটি সমাধান করা সম্ভব……

১) ১+২+৩+৪+৫+৬+৭+৮×৯ = ১০০
২) ১২৩+৪-৫+৬৭-৮৯ = ১০০
৩) ১২৩+৪×৫-৬×৭+৮-৯ = ১০০
৪) ১২৩-৪৫-৬৭+৮৯ = ১০০
৫) ১২৩-৪-৫-৬-৭+৮-৯ = ১০০
৬) ১২+৩৪+৫×৬+৭+৮+৯ = ১০০
৭) ১২+৩৪-৫+৬×৭+৮+৯ = ১০০
৮ ) ১২+৩৪-৫-৬+৭×৮+৯ = ১০০
৯) ১২+৩৪-৫-৬-৭+৮×৯ = ১০০
১০) ১২+৩+৪+৫-৬-৭+৮৯ = ১০০
১১) ১২+৩+৪-৫৬÷৭+৮৯ = ১০০
১২) ১২+৩-৪+৫+৬৭+৮+৯ = ১০০
১৩) ১২+৩×৪৫+৬×৭-৮৯ = ১০০
১৪) ১২+৩×৪+৫+৬+৭×৮+৯ = ১০০
১৫) ১২+৩×৪+৫+৬-৭+৮×৯ = ১০০
১৬) ১২+৩×৪-৫-৬+৭৮+৯ = ১০০
১৭) ১২-৩+৪×৫+৬+৭×৮+৯ = ১০০
১৮) ১২-৩+৪×৫+৬-৭+৮×৯ = ১০০
১৯) ১২-৩-৪+৫-৬+৭+৮৯ = ১০০
২০) ১২-৩-৪+৫×৬+৭×৮+৯ = ১০০
২১) ১২-৩-৪+৫×৬-৭+৮×৯ = ১০০
২২) ১২×৩-৪+৫-৬+৭৮-৯ = ১০০
২৩) ১২×৩-৪-৫-৬+৭+৮×৯ = ১০০
২৪) ১২×৩-৪×৫+৬৭+৮+৯ = ১০০
২৫) ১২÷৩+৪×৫-৬-৭+৮৯ = ১০০
২৬) ১২÷৩+৪×৫×৬-৭-৮-৯ = ১০০
২৭) ১২÷৩+৪×৫×৬×৭÷৮-৯ = ১০০
২৮) ১২÷৩÷৪+৫×৬+৭৮-৯ = ১০০
২৯) ১+২৩৪-৫৬-৭-৮×৯ = ১০০
৩০) ১+২৩৪×৫×৬÷৭৮+৯ = ১০০
৩১) ১+২৩৪×৫÷৬-৭-৮৯ = ১০০
৩২) ১+২৩-৪+৫৬+৭+৮+৯ = ১০০
৩৩) ১+২৩-৪+৫৬÷৭+৮×৯ = ১০০
৩৪) ১+২৩-৪+৫+৬+৭৮-৯ = ১০০
৩৫) ১+২৩-৪-৫+৬+৭+৮×৯ = ১০০
৩৬) ১+২৩×৪+৫৬÷৭+৮-৯ = ১০০
৩৭) ১+২৩×৪+৫-৬+৭-৮+৯ = ১০০
৩৮) ১+২৩×৪-৫+৬+৭+৮-৯ = ১০০
৩৯) ১+২+৩৪-৫+৬৭-৮+৯ = ১০০
৪০) ১+২+৩৪×৫+৬-৭-৮×৯ = ১০০
৪১) ১+২+৩+৪+৫+৬+৭+৮×৯ = ১০০
৪২) ১+২+৩-৪৫+৬৭+৮×৯ = ১০০
৪৩) ১+২+৩-৪+৫+৬+৭৮+৯ = ১০০
৪৪) ১+২+৩-৪×৫+৬×৭+৮×৯ = ১০০
৪৫) ১+২+৩×৪-৫-৬+৭+৮৯ = ১০০
৪৬) ১+২+৩×৪×৫৬÷৭-৮+৯ = ১০০
৪৭) ১+২+৩×৪×৫÷৬+৭৮+৯ = ১০০
৪৮) ১+২-৩×৪+৫×৬+৭+৮×৯ = ১০০
৪৯) ১+২-৩×৪-৫+৬×৭+৮×৯ = ১০০
৫০) ১+২×৩৪-৫৬+৭৮+৯ = ১০০
৫১) ১+২×৩+৪+৫+৬৭+৮+৯ = ১০০
৫২) ১+২×৩+৪×৫-৬+৭+৮×৯ = ১০০
৫৩) ১+২×৩-৪+৫৬÷৭+৮৯ = ১০০
৫৪) ১+২×৩-৪-৫+৬+৭+৮৯ = ১০০
৫৫) ১+২×৩×৪×৫÷৬+৭+৮×৯ = ১০০
৫৬) ১-২৩+৪×৫+৬+৭+৮৯ = ১০০
৫৭) ১-২৩-৪+৫×৬+৭+৮৯ = ১০০
৫৮) ১-২৩-৪-৫+৬×৭+৮৯ = ১০০
৫৯) ১-২+৩+৪৫+৬+৭×৮-৯ = ১০০
৬০) ১-২+৩×৪+৫+৬৭+৮+৯ = ১০০
৬১) ১-২+৩×৪×৫+৬×৭+৮-৯ = ১০০
৬২) ১-২+৩×৪×৫-৬+৭×৮-৯ = ১০০
৬৩) ১-২-৩৪+৫৬+৭+৮×৯ = ১০০
৬৪) ১-২-৩+৪৫+৬×৭+৮+৯ = ১০০
৬৫) ১-২-৩+৪৫-৬+৭×৮+৯ = ১০০
৬৬) ১-২-৩+৪৫-৬-৭+৮×৯ = ১০০
৬৭) ১-২-৩+৪×৫৬÷৭+৮×৯ = ১০০
৬৮) ১-২-৩+৪×৫+৬৭+৮+৯ = ১০০
৬৯) ১-২×৩+৪×৫+৬+৭+৮×৯ = ১০০
৭০) ১-২×৩-৪+৫×৬+৭+৮×৯ = ১০০
৭১) ১-২×৩-৪-৫+৬×৭+৮×৯ = ১০০
৭২) ১×২৩৪+৫-৬৭-৮×৯ = ১০০
৭৩) ১×২৩+৪+৫৬÷৭×৮+৯ = ১০০
৭৪) ১×২৩+৪+৫+৬৭-৮+৯ = ১০০
৭৫) ১×২৩-৪+৫-৬-৭+৮৯ = ১০০
৭৬) ১×২৩-৪-৫৬÷৭+৮৯ = ১০০
৭৭) ১×২৩×৪-৫৬÷৭÷৮+৯ = ১০০
৭৮) ১×২+৩৪+৫৬+৭-৮+৯ = ১০০
৭৯) ১×২+৩৪+৫+৬×৭+৮+৯ = ১০০
৮০) ১×২+৩৪+৫-৬+৭×৮+৯ = ১০০
৮১) ১×২+৩৪+৫-৬-৭+৮×৯ = ১০০
৮২) ১×২+৩৪-৫৬÷৭+৮×৯ = ১০০
৮৩) ১×২+৩+৪৫+৬৭-৮-৯ = ১০০
৮৪) ১×২+৩+৪×৫+৬+৭৮-৯ = ১০০
৮৫) ১×২+৩-৪+৫×৬+৭৮-৯ = ১০০
৮৬) ১×২+৩×৪+৫-৬+৭৮+৯ = ১০০
৮৭) ১×২-৩+৪+৫৬÷৭+৮৯ = ১০০
৮৮) ১×২-৩+৪-৫+৬+৭+৮৯ = ১০০
৮৯) ১×২-৩+৪×৫-৬+৭৮+৯ = ১০০
৯০) ১×২×৩৪+৫৬-৭-৮-৯ = ১০০
৯১) ১×২×৩+৪+৫+৬+৭+৮×৯ = ১০০
৯২) ১×২×৩-৪৫+৬৭+৮×৯ = ১০০
৯৩) ১×২×৩-৪+৫+৬+৭৮+৯ = ১০০
৯৪) ১×২×৩-৪×৫+৬×৭+৮×৯ = ১০০
৯৫) ১×২×৩×৪+৫+৬+৭×৮+৯ = ১০০
৯৬) ১×২×৩×৪+৫+৬-৭+৮×৯ = ১০০
৯৭) ১×২×৩×৪-৫-৬+৭৮+৯ = ১০০
৯৮) ১×২÷৩+৪×৫÷৬+৭+৮৯ = ১০০
৯৯) ১÷২×৩৪-৫+৬-৭+৮৯ = ১০০
১০০) ১÷২×৩÷৪×৫৬+৭+৮×৯ = ১০০
১০১) ১÷২÷৩×৪৫৬+৭+৮+৯ = ১০০
১০২) ১+২.৩-৪+৫+৬.৭+৮৯ = ১০০
১০৩) ১!+২!+৩-৪+৫+৬+৭৮+৯ = ১০০
১০৪) -১+২-৩+৪+৫+৬+৭৮+৯ = ১০০
১০৫) ১২৩+৪৫-৬৭+৮-৯ = ১০০
আশাকরি এরপর আর কারো ১০০ তৈরির এই খেলার উত্তর পেতে কষ্ট হবে না।
 
Support : Dhumketo ধূমকেতু | NewsCtg.Com | KUTUBDIA @ কুতুবদিয়া | eBlog
Copyright © 2013. Edu2News - All Rights Reserved
Template Created by Nejam Kutubi Published by Darianagar Publications
Proudly powered by Dhumketo ধূমকেতু