Home » , , » অবৈধভাবে ইয়েমেনে যাওয়ার পথে সমুদ্রে নিখোঁজ ৮০ জন

অবৈধভাবে ইয়েমেনে যাওয়ার পথে সমুদ্রে নিখোঁজ ৮০ জন

Written By Unknown on Monday, January 24, 2011 | 4:49 AM

সুখের খোঁজে নৌকায় সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইয়েমেনে যাওয়ার পথে অন্তত ৮০ জন আফ্রিকান নাগরিক নিখোঁজ হয়েছেন।

দুটি নৌকার একটি সমুদ্র পাড়ি দিতে গিয়ে তলিয়ে যায়। অপরটির খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ নৌকাটিতে ৪০ জন ইথিওপিয়ান নাগরিক ছিলেন যারা উন্নত জীবনের খোঁজে অবৈধভাবে ইয়েমেনে যাচ্ছিলেন। ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সোমবার জানানো হয়েছে, ৪৬ জন যাত্রী নিয়ে সাগরে ডুবে যাওয়া নৌকা থেকে সোমালিয়ার তিন নাগরিককে উদ্ধার করা হয়েছে এবং ৪০ জনকে নিয়ে অন্য একটি নৌকা সাগরে নিখোঁজ হয়েছে। ডুবে যাওয়া নৌকার বেশিরভাগ যাত্রীই ইথিওপিয়ার নাগরিক।

নারী ও শিশুসহ ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে নিখোঁজ হওয়া নৌকাটি সম্পর্কে ইয়েমেনের উপকূলরক্ষীদের উদ্ধৃতি দিয়ে ওয়েবসাইটটি জানিয়েছে, "বাতাসে নৌকাটি কোন্ দিকে যাবে এবং যাত্রীদের ভাগ্যে কি আছে তা আমাদের জানা নেই।" জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, ৪৬ জন যাত্রী নিয়ে ডুবে যাওয়া নৌকাটির যাত্রীদের মধ্যে সোমালিয়ার ৫ জন নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের কাছে জানা যায়, জিবুতি থেকে ছেড়ে আসার তিন ঘণ্টা পর নৌকাটির ইঞ্জিন জেলেদের একটি জালের সঙ্গে আটকে গেলে যাত্রীদের হুড়োহুড়িতে এ দুর্ঘটনা ঘটে। ইয়েমেন হয়ে পশ্চিমের ও মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ দেশগুলোতে উন্নত জীবন-জীবিকার খোঁজে প্রায়ই সাগর পাড়ি দেয়ার চেষ্টা চালায় আফ্রিকার দরিদ্র মানুষ। কিন্তু অনুপোযোগী নৌকায় যাত্রা করায় প্রায়ই অনেক আফ্রিকান সাগরে ডুবে প্রাণ হারায়।

0 comments:

Post a Comment

 
Support : Dhumketo ধূমকেতু | NewsCtg.Com | KUTUBDIA @ কুতুবদিয়া | eBlog
Copyright © 2013. Edu2News - All Rights Reserved
Template Created by Nejam Kutubi Published by Darianagar Publications
Proudly powered by Dhumketo ধূমকেতু