আরেক পৃথিবী!

Written By Unknown on Tuesday, December 6, 2011 | 4:56 AM

বিজ্ঞানীরা সম্প্রতি আমাদের সৌরজগতের বাইরে পৃথিবীর মতোই নতুন এক গ্রহের সন্ধান পেয়েছেন। পৃথিবী থেকে ৬০০ আলোকবর্ষ দূরে রয়েছে নতুন আবিষ্কৃত এই গ্রহটি। গ্রহটিতে পানি থাকার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে নাসা। দি এস্ট্রোফিজিক্যাল জার্নালে নতুন এই গ্রহের ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশিত হবে।

মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলেছে, নতুন আবিষ্কৃত এই গ্রহটিতে প্রাণের অস্তিত্ব থাকতে পারে। গ্রহটির নাম দেওয়া হয়েছে কেপলার-২২বি। এটি পৃথিবীর চেয়ে ২ দশমিক ৪ গুণ বড়। গ্রহটি সূর্যসদৃশ একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। আমাদের সৌরজগতের বাইরের ৫০০টি গ্রহের মধ্যে এটিই সবচেয়ে ছোট। গ্রহটিতে পানি থাকার সম্ভাবনা থাকায় কেপলার ২২বি গ্রহটিই এখন পৃথিবীর পর প্রাণের সম্ভাবনাময় গ্রহ—বলা যেতে পারে আরেক পৃথিবী। রয়টার্স।

0 comments:

Post a Comment

 
Support : Dhumketo ধূমকেতু | NewsCtg.Com | KUTUBDIA @ কুতুবদিয়া | eBlog
Copyright © 2013. Edu2News - All Rights Reserved
Template Created by Nejam Kutubi Published by Darianagar Publications
Proudly powered by Dhumketo ধূমকেতু