Home » , , » ‘পদত্যাগ করলে জনগণ সহানুভূতি দেখাবে’

‘পদত্যাগ করলে জনগণ সহানুভূতি দেখাবে’

Written By Unknown on Sunday, December 8, 2013 | 7:57 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলে জনগণ সহানুভূতি দেখাবে বলে  মন্তব্য করেছে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ।
আজ বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।  সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের সকল শ্রেণী-পেশার মানুষ, বিশিষ্ট নাগরিকবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক সমাজসহ শতকরা নব্বই ভাগ মানুষই নির্দলীয়-নিরপেক্ষ সরকারের পক্ষে মতামত দিয়েছেন। কিন্তু আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বিরোধী দলবিহীন একতরফা নির্বাচনে সংকল্পবদ্ধ। কারণ তার আমলের দুর্নীতি, দুঃশাসন, দলীয়করণ, দমন-পীড়ণের কারণে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবেÑ এই তার ধারণা। সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা প্রধানমন্ত্রীকে আবারও আহ্বান জানাচ্ছি, আপনি পদত্যাগ করুন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন মেনে নিন, দেশ ও জাতিকে রক্ষা করুন। জনগণ আপনার নিরাপদ প্রস্থানের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে। অন্যথায় জনতার আন্দোলনের উত্তাল ঢেউয়ের আঘাতে আপনার ক্ষমতার তাসের ঘর বিলীন হয়ে যাবে এবং জনতার বিজয় হবেই ইনশাল্লাহ।

0 comments:

Post a Comment

 
Support : Dhumketo ধূমকেতু | NewsCtg.Com | KUTUBDIA @ কুতুবদিয়া | eBlog
Copyright © 2013. Edu2News - All Rights Reserved
Template Created by Nejam Kutubi Published by Darianagar Publications
Proudly powered by Dhumketo ধূমকেতু