Home » » বাংলাদেশী ইস্যুতে মোদিকে ঘায়েল করলেন মমতা @মানবজমিন

বাংলাদেশী ইস্যুতে মোদিকে ঘায়েল করলেন মমতা @মানবজমিন

Written By setara on Sunday, May 4, 2014 | 10:12 AM

বাংলাদেশ ইস্যুতে বিজেপি থেকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী নরেন্দ্র মোদিকে একহাত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নরেন্দ্র মোদিকে কাগুজে বাঘ আখ্যায়িত করেছেন। বলেছেন, কাগুজে বাঘকে প্রথমেই মুখোমুখি হতে হবে রয়েল বেঙ্গল টাইগারের। নরেন্দ্র মোদি সম্প্রতি এক নির্বাচনী প্রচারণা সভায় বলেন, তিনি কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় এলে বাংলাদেশী অভিবাসীদের পশ্চিমবঙ্গ থেকে বের করে দেবেন। এজন্য তিনি বাংলাদেশী অভিবাসীদের প্রস্তুত থাকতে বলেন। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একজন মাত্র ব্যক্তিকে স্পর্শ করে দেখুন আমরা দেখতে চাই। গতকাল এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়, মমতা বলেছেন, কাগুজে বাঘকে প্রথমেই জানতে হবে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার কি। প্রথমে তার মুখোমুখি হন। মমতা এ সময় গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিহাস জানেন না বলে অভিযোগ করেন। তিনি বলেন, ১৯৭১ সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও বাংলাদেশের প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার অধীনেই বাংলাদেশীরা ভারতে এসেছেন। তিনি হয়তো জানেন না যে, বাংলা ভাষায় কথা বললেই কেউ বাংলাদেশী হয় না। ভারতজুড়ে যারা বাংলায় কথা বলে তারা তাকেই বাংলাদেশী হিসেবে দেখে। এটা বৈষম্য। এ অভিযোগ করে মমতা বলেন, নরেন্দ্র মোদি বাঙালিদের মধ্যে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছেন। এজন্য তিনি বাঙালি ও অবাঙালি ইস্যু সৃষ্টি করেছেন। বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের জন্য ভাল প্যাকেজ সুবিধা দেয়া হবে বলে সম্প্রতি আশ্বাস দিয়েছেন বিজেপির সভাপতি রাজনাথ সিং। এর জবাবে মমতা বলেন, এমন সুবিধা আমরা চাই না। বরং বামেদের সময়ে ঋণের বিপরীতে যে অর্থ কেন্দ্র কেটে রাখা হয়েছে তা আমরা ফেরত চাই। তিনি বলেন, ঋণ খাতে এ রাজ্য থেকে এক লাখ কোটি রুপি কেটে রেখেছে কেন্দ্রীয় সরকার।

0 comments:

Post a Comment

 
Support : Dhumketo ধূমকেতু | NewsCtg.Com | KUTUBDIA @ কুতুবদিয়া | eBlog
Copyright © 2013. Edu2News - All Rights Reserved
Template Created by Nejam Kutubi Published by Darianagar Publications
Proudly powered by Dhumketo ধূমকেতু