Home » , , , » গৃহপালিত নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর হুকুম তামিলে ব্যস্ত: সালাহ উদ্দিন

গৃহপালিত নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর হুকুম তামিলে ব্যস্ত: সালাহ উদ্দিন

Written By Unknown on Monday, December 2, 2013 | 7:28 AM

বিএনপির যুগ্ম-মহাসচিব ও বর্তমান মুখপাত্র সালাহ উদ্দিন আহমেদ বলেছেন,“সরকার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে।এছাড়া, গৃহপালিত নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর হুকুম তামিলে ব্যস্ত।”

সোমবার সন্ধ্যায় অজ্ঞাতস্থান থেকে গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে  সালাহউদ্দিন আহমেদ এ অভিযোগ করেন।

সরকার একদলীয় প্রহসনমূলক নির্বাচনের সব আয়োজন সম্পন্ন করেছে বলেও অভিযোগ এ নেতার।

তিনি বলেন,“প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল (রোববার) বিরোধীদলীয় নেতাকে গণহত্যার দায়ে অভিযুক্ত করে বক্তব্য দিয়েছেন। অথচ শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ চলাকালে গণহত্যার জঘন্য নজির স্থাপন করেছে সরকার। এ জঘন্য হত্যাকাণ্ড প্রধানমন্ত্রীর নির্দেশেই হয়েছে।”

অবরোধের তৃতীয় দিনে বিএনপি ও শরিক দলের ৩ জন নিহত হয়েছে বলে বিবৃতিতে দাবি করেন মুখপাত্র।

এছাড়া ৫৮৭ জনের অধিক নেতাকর্মী-সমর্থক আহত, ১৪৬ জন গুলিবিদ্ধ, ২৯১ জনকে গ্রেপ্তার, ২৫০০ জনকে আসামি করে মামলা, ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জনকে দণ্ড দেওয়া হয়েছে বিবৃতিতে উল্লেখ করা হয়।

0 comments:

Post a Comment

 
Support : Dhumketo ধূমকেতু | NewsCtg.Com | KUTUBDIA @ কুতুবদিয়া | eBlog
Copyright © 2013. Edu2News - All Rights Reserved
Template Created by Nejam Kutubi Published by Darianagar Publications
Proudly powered by Dhumketo ধূমকেতু