পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ‘সংলাপ’ প্রশ্নে সরকার ও বিরোধী দলের ইতিবাচক মনোভাবের প্রশংসা করেছে কানাডা। দেশটির ঢাকাস্থ হাইকমিশনার হিদার ক্রুডেন এবার জানার চেষ্টা করছেন,
কাঙ্ক্ষিত ওই সংলাপ কবে নাগাদ শুরু করতে চায় সরকার। নবগঠিত সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে গতকাল কানাডা দূতের এক ঘণ্টা বৈঠকের মুখ্য আলোচ্য ছিল এটি। বৈঠক সূত্রের দাবি, অত্যন্ত খোলামেলা ও প্রাণবন্ত আলোচনা হয়েছে দু’জনের মধ্যে। বৈঠকে ক্রুডেন ৫ই জানুয়ারির নির্বাচন নিয়ে তার দেশের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। ভোট গ্রহণের পর কানাডার পররাষ্ট্রমন্ত্রী যে ‘হতাশা’ ব্যক্ত করেছেন তারও একটি ব্যাখ্যা দিয়েছেন তিনি। বলেছেন, বেশির ভাগ আসনে প্রতিদ্বন্দ্বিতা ও ভোট না হওয়ায় তারা হতাশ হয়েছেন। ভোটের আগে-পরে রাজনৈতিক অস্থিরতায় সংখ্যালঘু সমপ্রদায় যেভাবে আক্রান্ত হয়েছে তাতে কানাডা গভীরভাবে উদ্বিগ্ন। তবে দশম জাতীয় সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর আরেকটি নির্বাচনের বিষয়ে সমঝোতার জন্য প্রধান দুই দলের মধ্যে সংলাপের যে তাগিদ লক্ষ্য করা যাচ্ছে তার প্রশংসা করেছেন হাইকমিশনার। বিরোধী জোটের হরতাল, অবরোধের মতো কঠোর কর্মসূূচি থেকে সরে আসা, বিরোধী দলকে সমাবেশের অনুমতি দেয়া এবং কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ সম্পন্ন হওয়া সংলাপের পরিবেশ সৃষ্টিতে ‘ইতিবাচক’ ও ‘উৎসাহব্যঞ্জক’ বলে মনে করছেন তিনি। একই সঙ্গে তার দেশ আশা করে, উভয় পক্ষের ইতিবাচক কার্যক্রম অব্যাহত থাকবে এবং দ্রুততম সময়ের মধ্যে এক গ্রহণযোগ্য রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হবে। প্রধান বিরোধী জোটসহ বিরোধী দলগুলোর নির্বাচন বর্জনের কৌশল গ্রহণ ঠিক হয়নি বলেও মনে করেন কানাডিয়ান হাইকমিশনার। তার সব জিজ্ঞাসার জবাবে নয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী অবশ্য আরেকটি নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পুনরুল্লেখ করেছেন। বলেছেন, সহিংসতা ও জামায়াতকে ত্যাগ করলে সরকারের পক্ষে ইতিবাচক মনোভাব প্রদর্শনের ধারাবাহিকতা রক্ষা সম্ভব হবে। সরকারের ভেতরে বা বাইরে যে যাই বলুল না কেন- প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন সেটাই ‘বটম লাইন’ বলে জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দীর্ঘ ওই বৈঠকে সরকারের ১০০ দিনের পরিকল্পনা প্রসঙ্গেও জানতে চেয়েছেন প্রভাবশালী ওই দূত। জবাবে শাহরিয়ার আলম এমপি বলেছেন, গত ৫ বছরে অভিজ্ঞতার আলোকেই তার দল একটি নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। পর্যায়ক্রমে সেটি বাস্তবায়নে তারা সচেষ্ট থাকবেন।
0 comments:
Post a Comment