Home » , , , » সবরিমালায় নিহতের সংখ্যা শতাধিক

সবরিমালায় নিহতের সংখ্যা শতাধিক

Written By Unknown on Sunday, January 16, 2011 | 11:38 AM

ভারতের দক্ষিণে কেরালা রাজ্যের একটি মন্দির থেকে তীর্থযাত্রীদের ফেরার পথে পদদলনের ঘটনায় নিহতের সংখ্যা একশ ছাড়িয়েছে। তাদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। আহতের সংখ্যাও শতাধিক। গত শুক্রবার রাতে কেরালার ইদ্দুকি জেলার বেঁদিপেরিয়া শহরের কাছে পুল্লুমেদুতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

ইদ্দুকির দুর্গম পার্বত্য এলাকায় সবরিমালা মন্দিরে প্রতিবছরের মতো গত দুই মাস ধরে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। এতে জড়ো হয়েছিল হাজার হাজার মানুষ। প্রতিবছর প্রায় ৪০ লাখ মানুষ পরপর কয়েকটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেয়।
শুক্রবার ছিল মকর জ্যোতি উৎসবের শেষ দিন। পূজা শেষে তীর্থযাত্রীরা ফেরার সময় পদদলনের ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টায় তীর্থযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এতে আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করলে লোকজন পায়ের নিচে চাপা পড়তে থাকে।
বিশেষ পুলিশ কমিশনার রাজেন্দ্র নায়ার বলেন, 'দুর্ঘটনার কারণে তীর্থযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে পদদলনের ঘটনা ঘটে।' মন্দিরটি দুর্গম পাহাড়ি এলাকায় হওয়ায় উদ্ধারকাজ চালাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে বলে জানায় পুলিশ।
রাজ্য স্বরাষ্ট্রসচিব জয় কুমার বার্তা সংস্থা এএফপিকে ১০৪ জন মারা যাওয়ার বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৫৪ জনের পরিচয় পাওয়া গেছে। স্থানীয় পুলিশ সঞ্জয় কুমার বলেন, 'আমরা এ পর্যন্ত ১০২টি মৃতদেহ উদ্ধার করেছি। উদ্ধারকাজ প্রায় শেষ।' কেরালার গভর্নর আর এস গাভাই এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।
রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী কড়িয়ারি বালাকৃষ্ণ জানিয়েছেন, রাজ্য সরকার এ দুর্ঘটনার তদন্ত করবে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনা মানুষের কল্পনাতীত। সামরিক বাহিনীর স্থানীয় ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে তাদেরও কাজে লাগানো হবে।
দুর্ঘটনার পরপর কেরালার মুখ্যমন্ত্রী ভি এস অচ্যুতানন্দন জরুরি বৈঠক করেন রাজ্য কর্মকর্তাদের সঙ্গে। তিনি বলেন, 'এটা দুর্ভাগ্যজনক ঘটনা। আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। আমার সরকার ক্ষতিগ্রস্তদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দেবে।'
প্রধানমন্ত্রী মনমোহন সিং এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। পিটিআই জানিয়েছে, প্রধানমন্ত্রী নিহতদের প্রত্যেকের পরিবারকে এক লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
১৯৯৯ সালে একই ধরনের ঘটনায় সবরিমালা মন্দিরের পাশে পাহাড়ি ভূমিধসে আতঙ্কিত হয়ে সৃষ্ট হুড়োহুড়িতে ৫০ জন নিহত হয়। সূত্র : বিবিসি, এএফপি, রয়টার্স ও দ্য হিন্দু।

0 comments:

Post a Comment

 
Support : Dhumketo ধূমকেতু | NewsCtg.Com | KUTUBDIA @ কুতুবদিয়া | eBlog
Copyright © 2013. Edu2News - All Rights Reserved
Template Created by Nejam Kutubi Published by Darianagar Publications
Proudly powered by Dhumketo ধূমকেতু