Home » , , , , , » ‘সাঈদীর বিরুদ্ধে প্রথম সাক্ষীর মুক্তিযুদ্ধের সময় বয়স ছিল ১২ বছর’

‘সাঈদীর বিরুদ্ধে প্রথম সাক্ষীর মুক্তিযুদ্ধের সময় বয়স ছিল ১২ বছর’

Written By Unknown on Tuesday, January 28, 2014 | 4:16 AM

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর দায়ের করা আপিলের শুনানিতে যুক্তিতর্ক উপস্থান শুরু করেছেন তার আইনজীবী।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চে মঙ্গলবার এ যুক্তিতর্ক শুরু হয়। এসময় সাঈদীর আইনজীবীর এস এম শাহজাহান বলেন, ম্যাট্রিক পরীক্ষার সনদ অনুযায়ী প্রসিকিউশনের প্রথম সাক্ষী মাহবুব আলম হাওলাদার ১৯৫৯ সালের ২০শে মার্চ জন্মগ্রহণ করেন। তাহলে একাত্তরের মে মাসে তার বয়স ছিলো ১২ বছর দুই মাস। এত কম বয়সী একজন বালকের সাক্ষ্য বিশ্বাসযোগ্য নয়। এছাড়া দ্বিতীয় সাক্ষী রুহুল আমিন নবিন ঘটনার সময় এলাকায় ছিলেন না। পরে বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করা হয়। গত ২৮শে ফেব্রুয়ারি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায়ে তার বিরুদ্ধে ২০টি অভিযোগের মধ্যে আটটি অভিযোগ প্রমানিত হয় বলে বলা হয়। এরমধ্যে দু’টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। মাওলানা সাঈদীর বিরুদ্ধে রায় ঘোষণার পরপরই সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। বাংলাদেশের ইতিহাসে ভয়াবহতম এ সহিংসতায় একশ’ এর বেশি মানুষ প্রাণ হারান।

0 comments:

Post a Comment

 
Support : Dhumketo ধূমকেতু | NewsCtg.Com | KUTUBDIA @ কুতুবদিয়া | eBlog
Copyright © 2013. Edu2News - All Rights Reserved
Template Created by Nejam Kutubi Published by Darianagar Publications
Proudly powered by Dhumketo ধূমকেতু